দয়া [ daẏā ] বি.
1 অন্যের দুঃখ অনুভব করা ও তা দূর করার প্রবৃত্তি (গরিবের প্রতি দয়া);
2 বদান্যতা, অনুগ্রহ (তাদের দয়ায় বেঁচে থাকতে চাই না);
3 ক্ষমা (এবারের মতো দয়া করুন)।
[সং. √ দয়্ + অ + আ]।
দয়াদাক্ষিণ্য বি. দয়া, দান ইত্যাদি, বদান্যতা।
দয়ানিধি বি. দয়াবান; দয়াময়; করুণাময় ঈশ্বর।
দয়াপরতন্ত্র, দয়াপরবশ বিণ. দয়ার বশবর্তী বা বশীভূত; সদয়।
দয়াবান (বত্), দয়াময়, দয়াল, দয়ালু, দয়াশীল বিণ. সদয়, কৃপাময়।
স্ত্রী. দয়াবতী, দয়াময়ী, দয়াশীলা।
দয়ার্দ্র বিণ. দয়ায় বা করুণায় হৃদয় কোমল হয়েছে এমন, দয়াপরবশ।
Leave a Reply