বল কারে খুঁজিব ক্ষেপা দেশ-বিদেশে।
আপন ঘর খুঁজলে রতন পায় অনায়াসে।।
দৌড়াদৌড়ি দিল্লী-লাহোর,
আপনার কোলে রয় ঘোর,
নিরূপ আলেক সাঁই মোর
আত্মরূপ সে।।
যে লীলা ব্রহ্মাণ্ডের ‘পর,
সেই লীলা ভাণ্ড মাঝার,
ঢাকা যেমন চন্দ্র আকার
মেঘের পাশে।।
আপনাকে আপনি চেনা
সেই বটে উপাসনা,
লালন কয়, অনেক চেনা
হয় তার দিশে।।
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৯১
Leave a Reply