দমন [ damana ] বি.
1 দণ়্ড দেওয়া, শাস্তিদান, শাসন (শত্রুদমন);
2 সংযম (ইন্দ্রিয়দমন);
3 নিবারণ (রোগ দমন)।
☐ বিণ. দমনকারী (‘শমন-দমন রাবণ রাজা, রাবণ দমন রাম’)।
[সং. √ দম্ + অন]।
দমনীয় বিণ. দমন বা শাসন করার যোগ্য।
দময়িতা (-তৃ) বিণ. দমনকারী, শাসক।
দময়িত্রী বিণ. (স্ত্রী.) দমনকারিণী।
Leave a Reply