দম1 [ dama1 ] বি. দড়াম-এর চেয়ে লঘুতর আওয়াজ। [ধ্বন্যা.]।
দম দম বি. ক্রি-বিণ. ক্রমাগত দম আওয়াজ বা আওয়াজসহ।
☐ বি. দামামার শব্দ।
দমা-দম ক্রি-বিণ. দম দম শব্দে, দম দম করে (দমাদম পিটানো)।
দমাদ্দম — দমাদম -এর অনুরূপ।
দম2 [ dama2 ] বি.
1 নিশ্বাসপ্রশ্বাস (দম বন্ধ হয়ে যাচ্ছে);
2 গৃহীত শ্বাস, প্রশ্বাস (দম ফুরিয়ে আসছে);
3 প্রাণবায়ু (দম বেরিয়ে যায়);
4 গাঁজা তামাক ইত্যাদির ধোঁয়া জোর টান দিয়ে পান (গাঁজায় দম);
5 ভাঁওতা, বোকা বানানো (দম দিয়ে ভুলানো); < b>6 ভাপ, মৃদু আঁচ (দমে বসানো মাংস);
7 ব্যঞ্জনবিশেষ (আলুর দম);
8 স্প্রিংযুক্ত যন্ত্রকে মোচড় বা পাক দিয়ে সচল করা (ঘড়িতে দম দেওয়া, খেলনায় দম দেওয়া)।
[ফা. দম্]।
দম দেওয়া ক্রি. বি.
1 ঘড়ির মেশিন ইত্যাদি চালু করার জন্য স্প্রিঙে পাক দেওয়া;
2 গাঁজা ইত্যাদির নেশা করা।
দম নেওয়া ক্রি. বি. প্রশ্বাস নেওয়া, শ্বাস নেওয়া।
দম ফাটা ক্রি. বি. শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে না পারার ফলে বুক ফেটে যাওয়া; (আল.) গোপন হৃদয়াবেগে অস্হির হওয়া।
দম ফাটা হাসি বি. বুক ফেটে যাবার উপক্রম হয় এমন প্রবল হাসি।
দম ফুরানো ক্রি. বি. ক্লান্ত হয়ে পড়া।
দম বার হওয়া, দম বেরিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত শ্রান্ত বা ক্লান্ত হওয়া।
দম3 [ dama3 ] বি.
1 শাসন, দমন;
2 ইন্দ্রিয়সংযম, কুকর্ম থেকে চিত্তের নিবারণ (শমদম অভ্যাস করা)।
[সং. √ দম্ + অ]।
Leave a Reply