দন্ত [ danta ] বি. দাঁত।
[সং. √ দম্ + ত]।
দন্ত-কচ-কচি বি. খিচিমিচি, ঝগড়া।
দন্তকাষ্ঠ বি. দাঁতন, যে কাঠি দিয়ে দাঁত মাজা হয়।
দন্তধাবন বি. 1দাঁতের মাজন; 2 দাঁতন; 3 দাঁত মাজা।
দন্তপঙ্ক্তি বি. দাঁতের সারি, দাঁতের পাটি।
দন্তবিকাশ বি. 1 দাঁত দেখানো; 2 দাঁত খিঁচুনি; 3 (ব্যঙ্গে) হাসি।
দন্তমঞ্জন বি. দাঁত মাজা, দাঁত পরিষ্কার করা; দাঁতের মাজন।
দন্তমাংস, দন্তবেষ্ট বি. দাঁতের মাঢ়ী।
দন্তমূলীয় বিণ. দন্তমূলসম্বন্ধীয়।
☐ বি. দন্তমূল থেকে উচ্চারিত বর্ণ, অর্থাত্ ন, র, ল এবং স।
দন্তরুচি বি. দাঁতের শোভা; (ব্যঙ্গে) হাসি।
দন্তশূল বি. দাঁতের যন্ত্রণা।
দন্তস্ফুট বি. 1 কামড়; 2 (আল.) দুর্বোধ্য বিষয়ের মধ্যে প্রবেশ (দন্তস্ফুট করা যায় না)।
দন্তাঘাত বি. দাঁতের আঘাত; কামড়।
দন্তাদন্তি বি. কামড়াকামড়ি।
Leave a Reply