দত্ত [ datta ] বিণ. অর্পিত, প্রদান করা বা দেওয়া হয়েছে এমন (পিতৃদত্ত নাম, ঈশ্বরদত্ত কণ্ঠ)।
☐ বি. বাঙালি হিন্দুর পদবিবিশেষ।
[সং. √ দা + ত]।
দত্তা বিণ. স্ত্রী. 1 অর্পিতা; 2 বিবাহের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন (বাগ্দত্তা)।
দত্তক, দত্তকপুত্র বি. পোষ্যপুত্র।
দত্তহারী (-রিন্), দত্তাপহারী (-রিন্) বিণ. একবার কিছু দান করে পুনরায় তা কেড়ে নেয় এমন।
Leave a Reply