পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে।
ও মন, দেখ দেখ মনুরা হয়েছে উদয়
কি আনন্দময় সাধ বাজারে।।
সাথের বাজারে রে মন
বনের কাষ্ঠ হয় চন্দন
হেন পদে নিষ্ঠা যার
না হয়, তার
না জানি কি কপালে আছে রে।।
যথা রে মন সাধুর বারাম
তথা সাধ বারাম নিরন্তর
সেই রে সাধ সভায়,
এনে মন আমার
আবার যেন ফেরে ফেলিস্ না রে।।
সাধুর গুরুর এই মহিমা,
দেবাদিতে নাই রে সীমা,
লালন কয়, রে মন
খোদাজীর আরাধন
সাধুর সঙ্গে রঙ্গ বেশ কর রে।।
হারামণি, ২য় খণ্ড, পৃ. ৩২
Leave a Reply