দড়ি [ daḍ়i ] বি. রজ্জু, রশি।
[বাং. দড়া + ই (ক্ষুদ্রার্থে)-তু. হি. ডোরা].
দড়িকলসি বি. আত্মহত্যার উপকরণবিশেষ (দড়ি-কলসিও জোটে না?)।
দড়িছেঁড়া বিণ. 1 দড়ি ছিঁড়েছে এমন; 2 বন্ধনমুক্ত।
দড়িদড়া বিণ. রজ্জু ও বাঁধাছাঁদা করার অনুরূপ উপকরণ।
দড়িদড়ি বিণ. দড়ির মতো অত্যন্ত কৃশ, রোগা (দড়িদড়ি চেহারা)।
Leave a Reply