দগ্ধা1 [ dagdhā1 ] ক্রি. (কথ্য ও কাব্যে)
1 পোড়া;
2 পোড়ানো;
3 সন্তপ্ত করা, যন্ত্রণা দেওয়া (দগ্ধিয়ে মারছে, দগ্ধে মারছে)।
[বাং. √ দগ্ধ্ (< সং. দহ্) + আ]।
দগ্ধানো ক্রি. পোড়ানো, দগ্ধ করা; জ্বালাতন করা।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
দগ্ধা2 [ dagdhā2 ] বি. (জ্যোতিষ.) অমঙ্গলের তিথি (দিনদগ্ধা, মাসদগ্ধা)।
[সং. দগ্ধ + আ (স্ত্রী.)]।
Leave a Reply