দেল ছুঁড়ে দেখনা মনা।
মিছে কেবল সন্দেহের দোলায়
ঘুরে মরিস ও দিনকানা।।
ভজিবি মানুষের চরণ
মক্কাতে করিবি গমন
যা ইচ্ছা তাই কর এখন
এ জনম যে আর পাবি না।।
যদি যায়রে মনের ধোকা
বর্তমানে পাবি দেখা
সাঁইর দিদার আছে পাকা
এই জীবনে কর ঠিকানা।।
শুনে পড়েই জীবন গেল
এগ গুণে মন সই না হল
বাকির লোভে লালন ম’লো
করে শুধু আগাগোনা
হারামণি, ৭ম খণ্ড, পৃ. ২
Shamsur Rahman
নজরুল রচনাবলী অনলাইনে দিয়ে ভাল করেছেন। সূত্র উল্লেখ করলে ভাল হতো।অর্থাৎ কবে কোন প্রেস থেকে প্রথম প্রকাশিত হয়; কোনও ভূমিকা ছিল কিনা এবং মোট কতগুলো রচনা ছিল এ সব তথ্য থাকলে গবেষণার জন্য সুবিধা হতো।