ইনসমনিয়া
ঘুম ভাঙে শেষরাতে প্রতিদিন
ভোরগুলো ছাইঘুম-মাখা, রাত্রির
উচ্ছিষ্ট চাটি। ক্লান্ত লাল চোখে
অনিদ্রার তর্জনীতলে ঝিমাই দিনভর।
ভুলগুলো ভূত, শেষরাতে তেনারা আসেন
তখন পিপাসা তীব্র, খরার মধ্যে মাহে ভাদর
বহুদূরে মেঘনা গর্জায়, বাহ নদী
মনে আছে দামাল বালকের সাঁতার!
ভুলগুলো পিছু ছাড়ে না
চিলেকোঠায় মানুষ মরে থাকে, কেউ কেউ থাকে
শূন্যে ভেসে। বাতাসে কার অট্টহাসি,
গাছের পাতায় পাতায় ভুলের ফর্দ
পাতা নড়ে পাতা ঝরে, ইনসমনিয়া
থাবা মেলে। দৈত্যের লালা ঝরে।
———————
মাথার ভিতর
মাথাভর্তি মুকুল নিয়ে ঘুুরি
মাথার ভিতর আকাশ কত নীল
আবহমান বাজছে একটি সুরই
ছায়ানারীরা বাতাসে খিলখিল।
স্বপ্নে নদী কেবলই সরে যায়
গাছের ডালে ঝুলছে থোকা ফল,
অচিনপুরে বন্দীরা গান গায়
ভোর থেকেই দিক ভোলাবার ছল।
দেখতে দেখতে হয়ে গেছি মাছি
পাকা ফলের গন্ধে উড়ে যাই,
সকাল-সন্ধ্যা সৌরভে বুঁদ আছি
মাথার ভিতর তুফান কী সাঁই সাঁই।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৮, ২০১১
Leave a Reply