তৃণ [ tṛṇa ] বি. ঘাস খড় এবং ওইজাতীয় উদ্ভিদ।
[সং. √ তৃণ্ + অ]।
তৃণজ্ঞান বি. তৃণের মতো তুচ্ছ বা অবজ্ঞার পাত্র বলে বোধ করা।
তৃণদ্রূম বি. তাল, নারকেল, খেজুর প্রভৃতি তৃণসদৃশ শাখাহীন গাছ।
তৃণধান্য বি. উড়িধান।
তৃণবত্ বিণ.
1 তৃণের সমান;
2 পলকা;
3 তুচ্ছ;
4দুর্বল।
☐ ক্রি-বিণ. নিতান্ত তুচ্ছরূপে (তৃণবত্ গণ্য করা)।
তৃণভোজী (-জিন্), তৃণাদ বিণ. তৃণ আহার করে বেঁচে থাকে এমন।
তৃণাসন বি. খড় ঘাস প্রভৃতি দিয়ে তৈরি আসন; কুশাসন।
Leave a Reply