উন্মাদ উঠেছে গাছে, তরতর করে, ছাড়া পেয়ে পাগলাগারদ।
নামে না সে কিছুতেই, যতক্ষণ না ওই খর্বকায়া নার্সটি এসে
মিনতি করে না নামায় তাকে।
নার্স আসে দ্রুত, দমকলের মতন
কী কী যেন বলে হাত নেড়ে নেড়ে,
তাতে খুশি হয়ে নেমে আসে উঁচু ডাল থেকে বিমুগ্ধ পাগল—
ঝোলের আনন্দে যেইভাবে নেমে আসে কইমাছ, পাতে
ক্রমিক সংখ্যার মতো সহজ স্বচ্ছন্দে।
ঝিলমিল করে বয়ে যায়, সেবিকার বোধে, পাগলের বিকল বিবেক।
উন্মাদ আবার ফিরে যাবে আজ উন্মাদ-আশ্রমে
ধর্মগণ্ডিকায় মাথা রেখে নির্বিকার নিয়ে নেবে
তেরোটি ইলেকট্রিক শক
তেরোবার স্বীকারোক্তি, স্বাস্থ্যযাজকের শান্ত সুধীর নির্দেশে।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৮, ২০১১
Leave a Reply