কেনে ডুবলি না মন গুরুর চরণে।
এসে কাল শমন বাঁধবে কোনদিনে।।
নিদ্রাবেশে নিশি গেল
বৃথা কাজে দিন ফুরাল
চেয়ে দেখলি নে।
এবার গেলে আর হবে না।।
পড়বি কুক্ষণে।।
আমার পুত্র আমার দারা
সঙ্গে কেউ চাবে না তারা
যেতে শ্মশানে।
আসতে একা যেতে একা
তা কি জানিস্ নে।।
এখনও তোর আছে সময়
সাধলে কিছু ফল পাওয়া যায়
যদি লয় মনে।
সিরাজ সাঁই বলে রে লালন,
ভ্রমে ভুলিস্ না।।
বাউল কবি লালন শাহ, পৃ. ২৮০
Leave a Reply