তুড়া1 [ tuḍ়ā1 ] ক্রি.
1 মুখের উপর অপমানজনক কথা বলা বা ধমকানো (তাকে একচোট তুড়ে দিয়েছি);
2 (প্রধানত কথা দিয়ে) তেজ বা ক্রোধ প্রকাশ করা।
[প্রাকৃ. √ তুড়্ + বাং. আ]।
তুড়ে অস-ক্রি মুখের উপর অপমানজনক কথা বলে; কড়াভাবে ধমক দিয়ে (তুড়ে ধমকে দেওয়া); চুটিয়ে বা জোরে তেজ প্রকাশ করে (তুড়ে ঝগড়া করা)।
তুড়া2, তোড়া [ tuḍ়ā2, tōḍ়ā ] ক্রি.
1 ভাঙা বা ভেঙে ফেলা (হাড় তুড়েছে);
2 (বর্ত. বিরল) সমপরিমাণ খুচরো মুদ্রার সঙ্গে বিনিময় করা (টাকা তোড়া)।
[প্রাকৃ. √ তুড়্ + বাং. আ -তু. হি. তোড়না]।
তুড়ানো ক্রি. তুড়া বা তোড়া।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
Leave a Reply