কি করি ভেবে মরি,
মন-মাঝি ঠহর দেখি নে।
ব্রহ্মা আদি খাইছে খাবি,১
সেই নদীর পার যাই কেমনে।।
মাড়ুয়াবাদী যেমন ধারা,
মাঝ দরিয়ায় ডুবিয়ে ভরা,
দেশে যায় পড়িয়ে ধড়া
সেই দশা মূল ভাব না জেনে।।
শক্তিপদে ভক্তিহারা,
কপট ভাবের ভাবুক তারা,
মন আমার তেমনি ধারা
যাকে স্মরি রাত্রদিনে।।২
মাকাল ফলটি রাঙ্গা চোঙ্গা
তাই দেখে মন হলি খোঙ্গা,
লালন কয়, তাল-ডোঙ্গা
কোন ঘড়ি ডোবে তুফানে।।
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৪৯-৫০
কথান্তরঃ ১. ব্রহ্মা আদি খায় রে খাবি
২. ভাবের চুরি রাত্রদিনে
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ২৬
Leave a Reply