তু1 [ tu1 ] অব্য. কুকুর, বিড়াল প্রভৃতিকে ডাকবার শব্দবিশেষ (তু তু করে কত ডাকলাম)।
[ধ্বন্যা.]।
তু2 [ tu2 ] সর্ব. (ব্রজ.) তুই, তুমি (‘মরণ তু আওরে আও’: রবীন্দ্র)।
[হি. তুম < সং. ত্বম্]।
তুঅ, তুয় সর্ব. (ব্রজ.) তোমার।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply