তীক্ষ্ণ [ tīkṣṇa ] বিণ.
1 অত্যন্ত ধারানো, শাণিত (তীক্ষ্ণ ছুরি);
2 সূক্ষ্মাগ্র, ছুঁচলো (তীক্ষ্ণ কাঁটা);
3 সমস্ত বিষয়ের গভীরে প্রবেশ করতে পারে এমন (তীক্ষ্ণ বুদ্ধি);
4 প্রখর, উগ্র, তীব্র (তীক্ষ্ণ রৌদ্র, তীক্ষ্ণ স্বর, তীক্ষ্ণ বিষ);
5 সতর্ক, সজাগ (তীক্ষ্ণ দৃষ্টি)।
[সং. √ তিজ্ + স্ন]।
স্ত্রী. তিক্ষ্ণা।
বি. তীক্ষ্ণতা, তীক্ষ্ণত্ব।
তীক্ষ্ণলৌহ, তীক্ষ্ণায়স বি. ইস্পাত।
Leave a Reply