তিতা2 [ titā2 ] ক্রি.
1 ভিজে যাওয়া, সিক্ত হওয়া (ভিজেতিতে এসেছি; ‘আঙিনার কোণে তিতিছে বঁধুয়া’: চণ্ডী; ‘তিতি অশ্রুনীরে’: মধু.);
2তেতো হওয়া (‘তিতায় তিতিল দে’: চণ্ডী)।
☐ বিণ. সিক্ত, ভিজে (‘স্নানাস্তে তিতা বস্ত্র এড়িলেন’: চৈ. চ.)।
[< সং. √ তিমিত + বাং. আ]।
তিতানো ক্রি. বি. সিক্ত করা, ভিজানো; (আল.) (সম্পর্ক) তিক্ত করা (সম্পর্ক তিতিয়ে ফেলা)।
Leave a Reply