তালা1 [ tālā1 ] বি. দরজা-জানালা-বাক্স ইত্যাদি আটকাবার যন্ত্রবিশেষ, কুলুপ (তালাচাবি)।
[< সং. তালক]।
তালা2 [ tālā2 ] বি. পাকা বাড়ির উল্লম্ব স্তর বা বিভাগ, উপর্যুপরি অবস্হিত তল, তলা (দোতালা বাড়ি)।
[সং. তল]।
তালা3 [ tālā3 ] বি. চড়া শব্দের জন্য শ্রবণশক্তির সাময়িক আচ্ছন্নতা (কানে তালা লাগা)।
[দেশি]।
Leave a Reply