তারকা [ tārakā ] বি.
1 তারা, নক্ষত্র;
2 চোখের তারা;
3 ‘*’ এই চিহ্ন;
4 সিনেমা ইত্যাদির বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী-ইংরেজি starশব্দের অনুকরণে।
[সং. √ তৃ. + ণিচ্ + অক + আ]।
তারকায়িত বিণ.
1 তারকাযুক্ত, তারকাখচিত;
2 তারকায় পরিণত অর্থাত্ বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী হিসাবে পরিগণিত।
তারকারি বি. তারকাসুরবধকারী কার্তিকেয়।
তারকিনী বিণ. (স্ত্রী.) তারকাময়ী। ☐ বি. রাত্রি।
Leave a Reply