তান [ tāna ] বি.
1 সংগীতের রাগবিস্তার, সুরের আলাপ (পূরবীর তান);
2 সুর (সেতারে তান ধরেছে);
3 সুরেলা ধ্বনি;
4 সংগীতে রাগের বিস্তারে অতি দ্রুত সুরসাধনা।
[সং. √ তন্ + অ]।
তান ছাড়া ক্রি. বি. গান শুরু করা, মুক্তকণ্ঠে গান গাওয়া।
তান তোলা ক্রি. বি. ধীরে ধীরে সুর উঁচুতে তোলা।
তান ধরা ক্রি. বি. গান আরম্ভ করা; সুরেলা ধ্বনি করা।
Leave a Reply