তাতা [ tātā ] ক্রি. 1 তপ্ত বা গরম হওয়া (বালি তেতে উঠেছে, রোদে তেতে-পুড়ে এসেছে); 2 (আল.) ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া (কথায় কথায় এমন তেতে উঠছ কেন?); 3 তাতানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তাত2 দ্র]। Category: ত, বাংলা অভিধানপূর্ববর্তী:« তাতলপরবর্তী:তাতাথই »
Leave a Reply