তাড়িত1 [ tāḍ়ita1 ] বিণ.
1 তাড়না করা হয়েছে এমন, শাসিত, তিরস্কৃত, দণ্ডিত, উত্পীড়িত, প্রহৃত;
2 বিতাড়িত, দূরীভূত;
3 ড়্ ও ঢ়্ এই দুটি ব্যঞ্জনধ্বনি, flapped sound.
[সং. √ তড়্ + ণিচ্ + ত]।
তাড়িত2 [ tāḍ়ita2 ] বিণ.
1 বৈদ্যুতিক (তাড়িত প্রবাহ);
2 বিদ্যুত্সম্বন্ধীয়;
3 বিদ্যুত্ থেকে উত্পন্ন;
4 বিদ্যুত্পূর্ণ;
5 বিদ্যুত্ দ্বারা চালিত।
☐ বি. বিদ্যুত্, তড়িত্।
[সং. তড়িত্ + অ]।
তাড়িতকণা বি. বিদ্যুতের স্ফুলিঙ্গ বা ফিনকি, electric spark.
তাড়িতবার্তা বি. বৈদ্যুতিক শক্তির সাহায্যে দূরে পাঠানো সংবাদ, টেলিগ্রাম।
তাড়িতালোক বি. বিদ্যুতের সাহায্যে উত্পন্ন আলো, বিজলিবতি।
তাড়িতী বি. বিদ্যুত্বিজ্ঞানে বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে অভিজ্ঞ ব্যক্তি, electrician. (স. প.)।
Leave a Reply