তাড়া1 [ tāḍ়ā1 ] বি. গোছা, আঁটি, বাণ্ডিল (এক তাড়া কাগজ, নোটের তাড়া)।
[সং. তাড় (=এক মুষ্টিপরিমাণ তৃণ)]।
তাড়া তাড়া বিণ. গোছা গোছা, অনেক বাণ্ডিল বা আঁটি (তাড়া তাড়া কাগজ ঘরে জমা করেছে)।
তাড়া2 [ tāḍ়ā2 ] ক্রি.
1 আক্রমণের উদ্দেশ্যে ধাওয়া করা (তেড়ে যাওয়া);
2 তাড়ানো, উত্খাত করা (ওকে বাড়ি থেকে তাড়াও)।
☐ বি.
1 আক্রমণের জন্য পশ্চাদ্ধাবন (পুলিশের তাড়া খেয়েছে);
2তাড়না, তিরস্কার, ধমক (মাস্টারমশাইয়ের তাড়া খেয়ে পড়তে বসেছে);
3 ভয়প্রদর্শন (তাড়া পেয়ে বাঘটা সরে পড়েছে)।
[সং. √ তড়্ + বাং. আ]।
তাড়া3 [ tāḍ়ā3 ] বি.
1 তাগিদ, ব্যস্ততা (কাজের তাড়ায় সব ভুলে যাচ্ছে);
2 প্রয়োজন, শীঘ্রতার প্রয়োজন (এখন আর আমার তেমন তাড়া নেই);
3 শীঘ্র করবার জন্য পীড়াপীড়ি (এত তাড়া দিচ্ছ কেন?)।
[সং. ত্বরা]।
Leave a Reply