তর্ক [ tarka ] বি.
1 বিতর্ক, বাদানুবাদ;
2 যুক্তি, বিচার;
3 ন্যায়শাস্ত্র (তর্কবিদ্যা);
4 হেতু;
5 অনুমান;
6 সন্দেহ।
[সং. √ তর্ক্ + অ]।
তর্কক বি. তার্কিক, যে তর্ক করে।
তর্কজাল বি. কূটতর্কের ফাঁদ; বহু তর্ক।
তর্কতীর্থ বি.
1 তর্ক বা ন্যায়শাস্ত্রের গুরু বা শিক্ষাদাতা;
2 নৈয়ায়িকের উপাধিবিশেষ।
তর্কবিজ্ঞান, তর্কবিদ্যা, তর্কশাস্ত্র বি. ন্যায়শাস্ত্র, logic.
বিতর্ক, তর্কাতর্কি বি. বচসা, কথা-কাটাকাটি।
তর্কাভাস বি. কুতর্ক; ত্রুটিপূর্ণ যুক্তি।
তর্কিত বিণ.
1 আলোচিত, বিচারিত;
2 অনুমিত;
3 সম্ভাবিত।
তর্কী (-র্কিন্) বিণ. তার্কিক, তর্ককারী; তর্ক করতে পটু।
☐ বি. ন্যায়শাস্ত্রবিদ, নৈয়ায়িক।
Leave a Reply