তরফ1 [ tarapha1 ] বি.
1 দিক (ডান তরফ);
2 পক্ষ (তার তরফে কিছু বলো);
3 জমিদারের খাজনা আদায়ের মহাল (তরফ দেবীপুর);
4 জমিদারির অংশ বা তার মালিক (বড় তরফ);
5 পাশ, প্রান্ত।
[আ. তরফ্]।
তরফদার বি.
1 তরফের খাজনা আদায়কারী গোমস্তা;
2 তরফের বা পক্ষের লোক;
3 উপাধিবিশেষ।
তরফা বিণ. দিকের বা পক্ষের (একতরফা)।
তরফ2, তড়প [ tarapha2, taḍ়pa ] বি.
1 কম্পন, vibration;
2 অনুরণন, অনুবাদ, resonance (তরফের তার)।
তরফের তার এসরাজ সেতার প্রভৃতির পার্শ্বস্হ যে-তারে কম্পন ও অনুরণন হয়।
[হি. তড়প]।
Leave a Reply