‘-তর1 [ -tara1 ]
1 দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির উত্কর্ষ বা অপকর্ষসূচক প্রত্যয় (ক্ষুদ্রতর, বৃহত্তর, মহত্তর);
2 সাধারণভাবে আধিক্য বা আতিশয্যসূচক প্রত্যয় (ঘোরতর, গুরুতর)।
[সং. তরপ্-তু. তম]।
তর2 [ tara2 ] বিণ.
1 বিভোর, চুর (নেশার তর হওয়া);
2 নেশায় চুর (মদ খেয়ে তর হওয়া)।
[ফা. তর্]।
তর3 [ tara3 ] বি. বিলম্ব, দেরি (তর সইছে না)।
[< সং. ত্বরা-অর্থবিপর্যয়]।
তর4, তরো [ tara4, tarō ] বিণ. প্রকারের, ধরনের (এমনতর, কেমনতরো)।
[আ. তরহ্]।
তরতর, তরবেতর বিণ. নানারকমের, হরেকরকম (‘কত তর-বেতর খেলনা’: ক. ক.)।
তর5 [ tara5 ] বি. উত্তরণ, পারগমন, অতিক্রমণ (দুস্তর)।
[সং. √ তৃ + অ]।
তরপণ্য বি. পারানি, পার হওয়ার মাশুল।
তরস্হান বি. পারের ঘাট, খেয়াঘাট।
Leave a Reply