আমি কি দোষ দিব কারে রে।
আপন মনের দোষে পল্লেম ফেরে রে।।
সুবুদ্ধি সুস্বভাব গেল,
কাকের স্বভাব মনে হল,
ত্যেজিয়ে অমৃত ফল-
মাকাল ফলে মন ভজিল রে।।
যে আশায় এ ভবে আসা,
ভাঙ্গিল রে আশার বাসা,
ঘটিল রে কি দুর্দশা,
ঠাকুর গাড়িতে বানর হল রে।।
গুরুবস্তু চিনলি নে মন,
অসময়ে কি করবি তখন,
বিনয় করে বলছে লালন,
যজ্ঞের ঘৃত কুত্তায় খেল রে।।
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৯৮
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৩১-৩২
Leave a Reply