আমি কি তাই জানলে সাধন সিদ্ধি হয়।
আমি কথার অর্থ ভাবি,আমি তো সে আমি নয়।।
অনন্ত শহরে বাজারে
আমি আমি শব্দ করে
আমার আমি চিনতে নারে,
বেদ পড়ি পাগলের প্রায়।।
মনসুর হল্লাজ ফকির সে তো
বলেছিল আমি সত্য
সই হল সাঁইর আইন মত,
সবাই কি জানতে পাই।।
কমবে জনে বা জনে আল্লা
সাঁইর হুকুম আমি হেল্লা
লালন তেমনি কেটো মোল্লা,
ভেদ না বুঝে গোল বাধায়।।
বাউল কবি লালন শাহ, পৃ. ৩০৭
Leave a Reply