জোট [ jōṭa ] বি.
1 মিলিত হওয়া, মিলন, সমাবেশ; দল (জোট বাঁধা);
2 গাঁট, জটিল বন্ধন (জোট পড়েছে)।
[হি. জোড়]।
জোটনিরপেক্ষ বিণ. কোনো গোষ্ঠী দেশ বা জোটের অন্তর্ভুক্ত নয় এমন, non-aligned.
জোটনিরপেক্ষতা বি. কোনো দলে বা গোষ্ঠীতে না থাকার নীতি, non-alignment.
Leave a Reply