আমার হয় না রে সে মনের মত মন।
আমি জানবো কি সে রাগের কারণ।।
পড়ে রিপু ইন্দ্রিয়ের ভোলে
মন বেড়ায় রে ডালে আলে
এবার দু মনে এক মন হলে
এড়াই শমন।।
রসিক ভক্ত যারা
মনে মনে মিশালো তারা
এবার শাসন করে তিনটি ধারা
পেল রতন।।
কিসে হবে নাগিনী বস
সাধবো কবে অমৃত-রস
দরবেশ সিরাজ সাঁই কয়, বিষেতে নাশ
হলি লালন।।
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ২৫৮;
বাংলা বাউল ও গান, পৃ. ১১০
হারামনি ২য় খণ্ড, পৃ. ২১
মনসুর উদ্দিনের ‘হারামনি’ ২য় খণ্ডে গানটি সঙ্কলিত রয়েছে। এতে সামান্য কথান্তর আছে।
ধুয়ার দ্বিতীয় চরণঃ আমি সাধবো কবে সেই রাগের কারণ।
অন্তরার প্রথম চরণঃ পড়ে রিপু ইন্দ্রের জালে।
আভোগের প্রথম চরণঃ কবে হবে নাগিনী বশ।
ভনিতায় ‘দরবেশ’ শব্দ এই; ছন্দের খাতিরে চরণটি “সিরাজ সাঁই কয়, বিষেতে নাশ” হওয়াই সংগত। -ওয়াকিল আহমেদ, লালন গীতি সমগ্র, পৃ. ৫৩
Leave a Reply