জোগাড়, (বর্জি.) যোগাড় [ jōgāḍ়, (barji.) yōgāḍ় ] বি.
1 সংগ্রহ (টাকার জোগাড়);
2 আয়োজন (বিয়ের জোগাড়)।
[সং. যোগ + বাং. আড়]।
জোগাড়যন্ত্র বি. কাজ সম্পাদনের ব্যবস্থা ও কাজের উপকরণের আয়োজন।
জোগাড়ে, যোগাড়ে বিণ.
1 জোগাড় করতে পটু;
2 সাহায্যকারী।
Leave a Reply