আমার মনের বাসনা পূর্ণ হল না।।
বাঞ্ছা ছিল যুগোল পদে
সাধ মিটাবো ঐ পদ সেধে
বিধি বিমুখ হল তাতে
দিল সংসার যাতনা।।
বিধি হয় সংসারের রাজা
আমায় করে রাখলেন প্রজা
কর না দিলে দেয় গো সাজা
কারো দোহাই মানে না।।
পড়ে দেলাম বিধির বামে
ভুল হল মোরে মূল সাধনে
লালন বলে এ তুফানে
মুরশিদ ঘুচাও যন্ত্রণা।।
বাউল কবি লালন শাহ, পৃ. ৩১৪
Leave a Reply