আমার মন রে, দিন থাকিতে চিনে
আপন দেহের মানুষ ধর।
আগে মন মানুষ ধর
ঐ আপন সারা সারো।।
আছে সত্য মানুষ বর্তমান
ন্য দরজায় পেতে ফাঁদ
দমের পর ব্রহ্মাণ্ডের খবর।।
দেহ কেবা উঠায়, কেবা জাগায়,
কে বিদ্রা যায়, কে কথা কয়,
আবার কার বা দেহ কে চালায়
কারে নিয়ে চল।।
তাই লালন দরবেশে বলে,
কিনু রে বাপ, আয় সকালে
এই মানব জনম যায় গো বিফলে
বৈসে বা কি কর।।
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১২
গানটির স্তবক বিন্যাস ও ছন্দ-রীতিতে শৈথিল্য আছে। লালনের গানের আঁটসাঁট বাঁধন এখানে রক্ষিত হয় নি। আভোগের “কিনু রে বাপ, আয় সকালে” চরণটি অপ্রাসঙ্গিক বলে মনে হয়। এসব মনসুর উদ্দীন কোন ব্যাখ্যা দেন নি। -ওয়াকিল আহমেদ, লালন গীতি সমগ্র, পৃ. ৫১
Leave a Reply