জৃম্ভণ, জৃম্ভ [ jṛmbhaṇa, jṛmbha ] বি.
1 হাই; মুখ্যব্যাদান;
2 স্ফুরণ, বিকাশ।
[সং. √ জৃম্ভ্ + অন, অ]।
জৃম্ভক বিণ. 1 যে হাই তোলে; 2 আলস্যজনক বা নিদ্রাকারক।
জৃম্ভকাস্ত্র বি. যে অস্ত্রপ্রয়োগে হাই ওঠে এবং ঘুম পায়।
জৃম্ভমাণ বিণ. 1 হাই তুলছে এমন; 2 বিকাশশীল।
জৃম্ভিত বিণ. 1 জৃম্ভণযুক্ত; 2 প্রকাশিত, বিকশিত।
Leave a Reply