জুয়া1 [ juẏā1 ] ক্রি. জুয়ানো।
[সং. √ যুজ্]।
জুয়া2 [ juẏā2 ] বি.
1 বাজি রেখে প্রতিযোগিতামূলক খেলা, gambling;
2 দ্যূতক্রীড়া।
[হি. জুয়া]।
জুয়াখেলা বি. টাকাপয়সা বাজি ধরে খেলা।
জুয়াচুরি বি. প্রবঞ্চনা, প্রতারণা।
জুয়াচোর বি. ঠক, প্রবঞ্চক, প্রতারক।
জুয়াড়ি, জুয়ারি বি. যে জুয়া খেলে।
Leave a Reply