জুতা1, জোতা [ jutā1, jōtā ] ক্রি. (গাড়ি, লাঙল ইত্যাদিতে প্রধানত পশুদের) যোজিত করা।
☐ বি. উক্ত অর্থে। [প্রাকৃ. যুত্ত < সং. যুক্ত]।
জুতানো, জোতানো ক্রি. (গাড়ি ইত্যাদিতে) যোজিত করানো।
☐ বি. উক্ত অর্থে।
জুতা2, (কথ্য) জুতো [ jutā2, (kathya) jutō ] বি. ধুলো ময়লা ইত্যাদি থেকে পায়ের পাতাকে রক্ষা করবার (মূলত চামড়ার তৈরি) পাদুকা, বিনামা।
[হি. জুতা]।
জুতানো বি. ক্রি. 1 জুতো দিয়ে মারা বা প্রহার করা; 2 (আল.) নিদারুণ অপমানিত করা।
☐ বিণ. উক্ত দুই অর্থে।
জুতা মারা, জুতো মারা ক্রি. বি. জুতানো।
জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ছোট বড় যাবতীয় কাজ।
Leave a Reply