জুড়ি [ juḍ়i ] বি.
1 সমান সমান দুটি বা সমান সমান দুটির একটি, জুটি (জুড়ি বাঁধা);
2 সমকক্ষ ব্যক্তি (তার জুড়ি মেলা ভার);
3 দুই ঘোড়ায় টানা গাড়ি (জুড়ি হাঁকিয়ে চলেন);
4 যাত্রাগানে একযোগে গানকারী গায়কেরা (জুড়ির গান);
5 একই পরদায় বাঁধা সেতার এসরাজ ইত্যাদির দুটি বিশেষ তার।
☐ বিণ.
1 দুই ঘোড়ায় টানে এমন (জুড়িগাড়ি);
2 সমকক্ষ, সমান সমান।
[হি. জোড়ী]।
জুড়িগাড়ি বি. দুই ঘোড়ায় টানে এমন গাড়ি।
জুড়িদার বি. সহযোগী বা সমকক্ষ ব্যক্তি।
Leave a Reply