জুড়ানো, জোড়ানো ক্রি. যুক্ত বা মিলিত বা যোজিত করানো; জোড়া দেওয়ানো।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
জুড়ানো, জোড়ানো ক্রি. বি.
1 ঠাণ়্ডা করা বা হওয়া (দুধ জুড়ানো);
2শান্ত হওয়া বা করা (জ্বালা জুড়ানো);
3 তৃপ্ত হওয়া বা করা (চোখ জুড়ানো, প্রাণ জুড়ানো)।
Leave a Reply