জোড়া1 [ jōḍ়ā1 ] বিণ. যুগল, দুটি (জোড়া ইলিশ, জোড়া পায়ে লাথি)।
☐ বি.
1 যুগ্ম বস্তু (কাপড়ের জোড়া, একজোড়া কাপড়);
2 জুড়ি, সমকক্ষ বস্তু বা ব্যক্তি (তার জোড়া নেই, সাপের জোড়া);
3জোড়, সংযোগ (জোড়া লেগে গেছে)।
[বাং. জোড় + আ (সং. যুগ্ম)]।
জোড়া2 [ jōḍ়ā2 ] বিণ.
1 যুক্ত, আঁটা (বইয়ে জোড়া ছবি);
2 যোজিত (লাঙলে ছোড়া বলদ);
3 ভরা, ব্যাপ্ত করে আছে এমন (ঘরজোড়া খাট, দেশজোড়া খ্যাতি);
4 দোসর, জুটি (এ কাপড়ের আর জোড়া হবে না)।
[জুড়া, জোড়া1 দ্র]।
Leave a Reply