জুটা, জোটা [ juṭā, jōṭā ] ক্রি.
1 সংগ্রহ হওয়া, মেলা (দুমুঠো অন্ন জোটে না, অন্ন জুটবে না);
2 একত্র হওয়া (বহুলোক জুটেছে);
3 উপস্হিত হওয়া (হঠাত্ এসে জুটল)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
[হি. √ জুট < সং. যূথ]।
জুটানো, জোটানো ক্রি.
1 সংগ্রহ করা;
2 একত্র করা;
3 উপস্হিত করা, নিয়ে আসা।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply