জীবন [ jībana ] বি.
1 প্রাণ;
2 প্রাণধারণ (জীবনকাল, জীবনযাত্রা);
3 জীবনকাল (আজীবন);
4 আয়ু (জীবন ফুরিয়ে এল);
5 প্রাণস্বরূপ অতি প্রিয়পাত্র (‘জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি’: ভা. চ.);
6 জল।
[সং. √ জীব্ + অন]।
জীবনকাল বি. আয়ুষ্কাল, জীবদ্দশা।
জীবনচরিত, জীবনবৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী।
জীবনজিজ্ঞাসা বি. জীবন বা জগত্ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান।
জীবনদর্শন বি. জীবনের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা; জীবনের স্বরূপ অবধারণ।
জীবনপ্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন (‘জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়’: মধু)।
জীবনবিজ্ঞান — জীববিজ্ঞান -এর অনুরূপ।
জীবনবিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা তার মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারী টাকা পায়।
জীবনবেদ বি. জীবনের মূলমন্ত্র ও নিয়ন্ত্রক নীতি।
জীবনযাত্রা বি. জীবিকানির্বাহ, সংসার চালানো।
জীবনযাপন বি. জীবন কাটানো।
জীবনযৌবন বি. জীবন ও যৌবন; প্রাণ ও তারুণ্য।
জীবনসঙ্গী বি. 1 সারা জীবনের সঙ্গী, চিরসহচর; 2 স্বামী।
স্ত্রী. জীবনসঙ্গিনী।
জীবনস্মৃতি বি. আত্মচরিত, নিজের জীবনের স্মৃতিচারণা।
Leave a Reply