জীব1 [ jība1 ] ক্রি. (আশীর্বাদকালে বা কল্যাণকামনায় উক্ত) বেঁচে থাকো, দীর্ঘজীবী হও।
[সং. √ জীব্]।
জীব2 [ jība2 ] বি.
1 প্রাণী;
2 প্রাণ (‘জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি’);
3 দেহধারী আত্মা; জীবাত্মা;
4 (বিজ্ঞা.) যার জীবন আছে, প্রাণী বা উদ্ভিদ (জীব ও জ়ড়)।
[সং. √ জীব্ + অ]।
জীবজগত্ বি. সমগ্র প্রাণীজগত্, চেতনজগত্।
জীবজন্তু বি. নানা জন্তু।
জীবতারা বি. জীবনরূপ তারা, জীবন।
জীবধর্ম বি. প্রাণীর যাবতীয় দৈহিক ব্যাপার।
জীবধাত্রী বিণ. জীবজগতের পালনকারিণী (জীবধাত্রী বসুন্ধরা)।
জীববলি বি. দেবতার উদ্দেশে পশুবধ।
জীববিজ্ঞান, জীববিদ্যা বি. প্রাণী ও উদ্ভিদের জীবনবিষয়ক বিজ্ঞান, biology.
জীবলোক বি. সংসার, মর্তলোক।
জীবহিংসা, জীবহত্যা বি. প্রাণীহত্যা।
কৃষ্ণের জীব বি. অত্যন্ত নিরীহ জীব; যে জীব একান্ত কৃপাপাত্র।
Leave a Reply