জিহ্বা [ jihbā ] বি. রসনা, জিভ, মুখবিবরের যে অঙ্গ স্বাদগ্রহণে, লেহন করতে এবং (মানুষের ক্ষেত্রে) কথা বলতে সাহায্য করে।
[সং. √ লিহ্ + য + অ (নি.)]।
জিহ্বাগ্র বি. জিভের আগা বা ডগা।
জিহ্বামূল বি. জিভের গোড়া।
জিহ্বামূলীয় বিণ. 1 জিহ্বামূলসংক্রান্ত; 2 জিহ্বামূল থেকে জাত বা উচ্চারিত (জিহ্বামূলীয় ধ্বনি)।
☐ বি. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনি অর্থাত্ ক্ খ্ গ্ ঘ্ ঙ্।
Leave a Reply