জিম্মা [ jimmā ] বি. হেপাজত; রক্ষা করার দায়িত্ব (জিনিসটা তোমার জিম্মায় রইল)।
☐ বিণ. গচ্ছিত (জিনিসটা তোমার কাছে জিম্মা করলাম)।
[আ. জিম্মা]।
জিম্মাদার বি. যার জিম্মায় কিছু রাখা হয়, যার তত্ত্বাবধানে বা হেপাজতে কিছু রাখা হয়।
জিম্মাদারি বি. তত্ত্বাবধান, রক্ষার দায়িত্ব।
Leave a Reply