জিন1 [ jina1 ] বিণ. জয়শীল, জয়ী। ☐ বি. 1 বুদ্ধ; 2 জৈন সন্ন্যাসী বা অর্হত্; 3 বিষ্ণু।
[সং. √ জি + ন]।
জিন2 [ jina2 ] বি. দৈত্য, দানো।
[আ. জীন্]।
জিন3 [ jina3 ] বি. 1 ঘোড়ার পিঠে আরোহীর পেতে বসবার আসন; 2 ঘোড়ার সাজ।
[ফা. জীন]।
জিন4 [ jina4 ] বি. মোটা সূতোর ঠাসবুনানি খাপি কাপড়বিশেষ।
[ইং. jean]।
জিনস বি. 1 জিন (জিনসের প্যাণ্ট); 2 জিনের তৈরি পাতলুন বা প্যাণ্ট (জিনস পরেছে)।
Leave a Reply