জিতা, জেতা [ jitā, jētā ] ক্রি. বি.
1 জয়লাভ করা; প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হওয়া;
2 জয় করা, জয়লাভ করে অধিকার করা (রাজ্য জেতা বা জিতে নেওয়া, বাজি জেতা, লাখ টাকা জিতেছে)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
[সং. √ জি + ত + বাং. আ]।
জিতানো, জেতানো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply