জিজ্ঞাসা [ jijñāsā ] বি. 1 জানবার ইচ্ছা, কৌতূহল; 2 প্রশ্ন, অনুসন্ধান (একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই)।
☐ ক্রি. (কাব্যে) জিজ্ঞাসা বা প্রশ্ন করা, শুধানো (‘হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন?’: নজরূল)।
[সং. √ জ্ঞা + সন্ + অ + আ]।
জিজ্ঞাসাবাদ বি. প্রশ্ন; জেরা; খোঁজখবর।
জিজ্ঞাসক বিণ. জিজ্ঞাসাকারী, প্রশ্নকর্তা।
জিজ্ঞাসন বি. জিজ্ঞাসা করা।
জিজ্ঞাসনীয় বিণ. জিজ্ঞাসার যোগ্য।
জিজ্ঞাসিত বিণ. (যা বা যাকে) জিজ্ঞাসা করা হয়েছে এমন, পৃষ্ট।
জিজ্ঞাসু বিণ. জিজ্ঞাসাকারী; কৌতূহলী, অনুসন্ধিত্সু।
জিজ্ঞাস্য বিণ. জিজ্ঞাসার বিষয়ীভূত (এটাই আপনার কাছে আমার জিজ্ঞাস্য); অনুসন্ধেয়।
Leave a Reply