জাল1 [ jāla1 ] বিণ.
1 কৃত্রিম, মেকি (জাল টাকা, জাল ওষুধ);
2 ছদ্মবেশী, কপট (জাল সন্ন্যাসী)। [আ. জাল]।
জাল করা ক্রি. বি. ঠকানোর জন্য কৃত্রিম বা নকল জিনিস তৈরি করা (‘আরেকটি তো তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে’: সু. রা.)।
জাল2 [ jāla2 ] বি.
1 লোহার তার সুতো প্রভৃতি দিয়ে ফাঁক ফাঁক করে বোনা ফাঁদবিশেষ (মাছ-ধরা জাল, তারের জাল);
2 সূত্রনির্মিত অতি সূক্ষ্ম আবরণ (মাকড়সার জাল);
3 ফাঁদ (জাল পাতা);
5কুহক, মোহিনীশক্তি (ইন্দ্রজাল, মায়াজাল);
6 সমূহ (স্নায়ুজাল, যুক্তিজাল)।
[সং. √ জাল্ + অ]।
জালজীবী (-বিন্) বি. জেলে।
জালপাদ বিণ. পায়ের আঙুল পাতলা চামড়ার আবরণে সংযুক্ত থাকে এমন (জালপাদ পাখি)।
☐ বি. হাঁসজাতীয় পাখি।
Leave a Reply